বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১০:৩৫, ১৯ মে ২০২৪

নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৭

নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৭
গ্রেফতারকৃতরা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে ৫৭টি চোরাই মোবাইলসহ চক্রের ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার তাদের গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (১৯ মে) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কাচঁপুর এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির পুরাতন ৫৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও চোরাই মোবাইল বিক্রয়ের নগদ-৪৩ হাজার ৪৬০ টাকাসহ চোরাই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ক্রয়-বিক্রয়কারী চক্রের ৭ (সাত) জন সক্রিয় সদস্যদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মুন্না গাজী (২৪) মো. দুলাল হোসেন (২৮) মো. আলাউদ্দিন বেপারী (৩৬),মো. আনোয়ার হোসেন (২৮), মো. শরীফ (৩২) মো. জুয়েল (৩০) মো. সোহাগ আলী (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী। তারা বিভিন্ন মোবাইল ছিনতাইকারীদের কাছ থেকে অল্প দামে চোরাইকৃত মোবাইল ক্রয় করে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সোনারগাঁও কাঁচপুর ও আশপাশের এলাকায় গোপনে অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে আসছে।

সনদ বড়ুয়া বলেন, অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। 

আ/ম

জনপ্রিয়