শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৫৯, ১৪ মে ২০২৪

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে সোমবার চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (১৪ মে) অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, মো. আবদুল মাবুদ (৩৯) ও মোহাম্মদ লুকমান (৫৭)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ব্যবহৃত উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।

তিনি জানান, গত শনিবার এটিইউয়ের একটি দল চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. আবদুল মাবুদকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল (সোমবার) চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকা অভিযান চালিয়ে আরেক সক্রিয় সদস্য মোহাম্মদ লুকমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে প্রচার-প্রচারণা এবং অপরাধমূলক কাজে একে অন্যকে সাহায্য-সহায়তা করে আসছিলেন। তারা অনলাইন এবং অফলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এটিইউয়ের এই কর্মকর্তা।

আ/ম

জনপ্রিয়