শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ১৩ মে ২০২৪

৭ ছিনতাইকারী গ্রেফতার

৭ ছিনতাইকারী গ্রেফতার
গ্রেফতারকৃত আসামী

রাজধানীর বিমানবন্দর ও গাজীপুরের টঙ্গী এলাকা হতে অ‌ভিযা‌ন পরিচালনা করে সক্রিয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ মোট ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

 

সংবাদ সম্মেলনে জানান, আইন শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী,এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

 

সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। 

 

১৩ মে ২০২৪ ইং আনুমানিক সন্ধ্যা ৬ থেকে সাড়ে ৭ টা পর্যন্ত র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর বিমানবন্দর থানাধীন এবং টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কিছু সক্রিয় সদস্য দেশীয় মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সে স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের দলনেতাসহ ০৭ জন সক্রিয় সদস্য শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২), শেখ ফরিদ (৩৪) কে গ্রেফতার করে। এসময় আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০৭ টি ছুরি, ০১ টি মোবাইল ফোন এবং নগদ ২,১০০ টাকা উদ্ধার করা হয়। 

 

উল্লেখ্য যে, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে স্বস্তির সাথে চলাচল করতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‌্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

 

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিস্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়